চট্টগ্রাম মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

সাতকানিয়ায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ‘পিচ্চি জাহিদ’ গ্রেপ্তার

সাতকানিয়ায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ‘পিচ্চি জাহিদ’ গ্রেপ্তার

সাতকানিয়া সংবাদদাতা

২০ জানুয়ারি, ২০২৬ | ১২:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘অস্ত্র ব্যবসায়ী’ জাহিদুল ইসলাম ওরফে পিচ্চি জাহিদকে (৩৫) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এসময় তার কাছ থেকে ১০৪ পিস ইয়াবা ও ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

 

সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার জাহিদুল ইসলাম ওরফে পিচ্চি জাহিদ উপজেলার পুরানগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. নুর ইসলামের ছেলে।

 

সেনাবাহিনী সূত্রে জানা যায়, পিচ্চি জাহিদ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসা ও মাদক কারবারের সাথে জড়িত। তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

সাতকানিয়া বাজালিয়া আর্মি ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন সাব্বির আহাম্মেদ সানি বলেন, পিচ্চি জাহিদকে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে বর্তমানে দুটি হত্যা মামলা ও দুটি মাদক সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট