
চট্টগ্রামের হাটহাজারীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করে দেয়।
আজ সোমবার (১৯ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার সরকারহাট বাজারের সফর আলী সড়ক সংলগ্ন স্থানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে, যাতে আনুমানিক ১৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, হঠাৎ করেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন । তবে উদ্ধার অভিযান চলাকালীন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকা এবং হাটহাজারী-নাজিরহাট মহাসড়কে সৃষ্টি হওয়া দীর্ঘ যানজটের কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছায়।
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মন্নান বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সরকারহাট বাজার দোকানদার ব্যবসায়ী সমিতির কর্মকর্তা মো. আবদুল হালিম অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ