চট্টগ্রাম সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

হাটহাজারীতে বাইক থেকে ছিটকে পড়া আরোহীর ট্রাকচাপায় মৃত্যু

হাটহাজারীতে বাইক থেকে ছিটকে পড়া আরোহীর ট্রাকচাপায় মৃত্যু

হাটহাজারী সংবাদদাতা

১৯ জানুয়ারি, ২০২৬ | ১:১৯ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাক চাপায় আরিফ (১৯) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাইক চালক মামুনও। তারা সম্পর্কে মামা-ভাগিনা।

 

সোমবার (১৯ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ফতেয়াবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-অক্সিজেন-হাটহাজারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আরিফ উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ রহমতঘোনার মুল্লুক শাহার বাড়ির আবদুর শুক্কুরের ছেলে।

 

নিহতের চাচাতো ভাই নিজাম উদ্দিন জানান, তারা পারিবারিক কাজে হাটহাজারী নন্দীরহাট এলাকার দিকে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে আসার পথে চট্টগ্রাম-অক্সিজেন-হাটহাজারী মহাসড়কে একটি রিকশা পড়ে যায়। তখন বাইক চালক মামুন ব্রেক করলে দুর্ঘটনার স্বীকার হয়ে বাইকের পেছনে থাকা আরিফ সড়কে পড়ে যায়।

 

এসময় পাশ দিয়ে যাওয়া নগরমুখী একটি ট্রাক আরিফকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে পিষ্ট হয়ে আরিফ গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত বাইক চালক নিহতের মামা মামুন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও জানান তিনি।

রাউজান হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উল্লাহ জানান, দুর্ঘটনার খবর পেয়েছি। আমাদের একটি টিম গেছে। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট