চট্টগ্রাম রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ১১ পাচারকারী আটক সেন্টমার্টিনে

মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ১১ পাচারকারী আটক সেন্টমার্টিনে

টেকনাফ সংবাদদাতা

১৮ জানুয়ারি, ২০২৬ | ১১:০৩ অপরাহ্ণ

মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ ১১ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

আজ  রবিবার (১৮ জানুয়ারি) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন দক্ষিণ-পূর্ব সমুদ্র এলাকায় ১টি ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লক্ষ ৩৭ হাজার টাকা মূল্যের ৭৫০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ১১ জন পাচারকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট