
কক্সবাজারের টেকনাফে আলোচিত কিশোরী সুমাইয়া আক্তার (১৮) হত্যাকাণ্ডের তদন্তে প্রাপ্ত আসামি মো. জোবায়ের প্রকাশ কালাবাশিকে (২০) গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
আজ রবিবার (১৮ জানুয়ারি) ২টার দিকে বাহারছড়া তদন্ত কেন্দ্র পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার জুবাইয়ের ওরফে কালাবাঁশি উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী রোহিঙ্গা ক্যাম্পের ‘এস’ ব্লকের বাসিন্দা নুরুল আলমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা পুলিশের মুখমাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বলেন, আটক জুবাইয়ের ওরফে কালাবাঁশি বাহারছড়া ও হ্নীলা পাহাড়ি অঞ্চলে অপহরণকারী ও ডাকাত দলের সক্রিয় সদস্য। ঘটনাস্থলের পূর্ব পাশের পাহাড়ে উক্ত আসামিসহ তার সহযোগীদের গোলাগুলিতে গত ১৬ জানুয়ারি সুমাইয়া আক্তার (১৮) মৃত্যুবরণ করে। আসামিকে আদালত জেল হাজতে প্রেরণ করেছেন।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ