
চট্টগ্রামের বোয়ালখালীতে ৪৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ জয় দে (৩৫) নামে এক ‘মাদক বিক্রেতাকে’ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
গ্রেপ্তার জয় উপজেলার শাকপুরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব শাকপুরা গ্রামের মৃত বাবুল দে’র ছেলে।
রবিবার (১৮ জানুয়ারি) তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।
তিনি জানান, শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শাকপুরা লালারহাট এলাকায় মদ বিক্রির সময় তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী।
পূর্বকোণ/পিআর