চট্টগ্রাম শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে স্কুলছাত্রকে কুপিয়ে জখম: শরীরে ২৬টি সেলাই

মিরসরাইয়ে স্কুলছাত্রকে কুপিয়ে জখম: শরীরে ২৬টি সেলাই

মিরসরাই প্রতিনিধি

১৭ জানুয়ারি, ২০২৬ | ১০:০৬ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে শনিবার সাখাওয়াত হোসেন (১৫) নামের এক দশম শ্রেণির ছাত্রকে নৃশংসভাবে আহত করেছে সন্ত্রাসীরা। শনিবার (১৭ জানুয়ারি) সকালে পৌরসভা মার্কেটের ছাদে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়, সকালে বাবার ফল দোকানের জন্য নাস্তা কিনতে গেলে তিনজন মুখোশধারী যুবক তাকে নাম ধরে ডেকে মার্কেটের ছাদে নিয়ে যায়। সেখানে তাকে ছুরি ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। প্রায় ২০ মিনিট অজ্ঞান হয়ে ছাদে পড়ে থাকার পর জ্ঞান ফিরলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সাখাওয়াতের শরীরে মোট ২৬টি সেলাই দিতে হয়েছে।

সাখাওয়াতের বাবা ইকবাল হোসেন জানান, দিন-দুপুরে এমন হামলা তাদের জন্য চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং তিনি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

পূর্বকোণ/এএইচসি/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট