
ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে জানালার পাশে বসে থাকা ৯ বছর বয়সী এক শিশু আহত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে ট্রেনটি কক্সবাজারের রামু এলাকা অতিক্রম করার সময় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি নিয়মিত সূচি অনুযায়ী কক্সবাজার আইকনিক স্টেশনের দিকে যাচ্ছিল। রামু স্টেশন সংলগ্ন এলাকা অতিক্রম করার সময় হঠাৎ ট্রেনের একটি বগির জানালা লক্ষ্য করে বাইরে থেকে পাথর ছুড়ে মারে দুষ্কৃতকারীরা। এতে জানালার কাচ ভেঙে সরাসরি ভেতরে থাকা শিশুটির শরীরে গিয়ে লাগে। তাৎক্ষণিকভাবে কামরার ভেতর থাকা যাত্রী ও স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েন এবং শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেন।
আহত শিশুর অবস্থা ট্রেনে থাকা এক যাত্রী জানান, পাথরটি আকারে তুলনামূলক ছোট হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। শিশুটির শরীরের কিছু অংশ কেটে গেলেও আঘাত গুরুতর নয় এবং সে বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে। তবে চলন্ত ট্রেনে এমন আকস্মিক হামলায় শিশুটি মানসিকভাবে আতঙ্কিত হয়ে পড়ে।
রেলওয়ে কর্তৃপক্ষের অবস্থান রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) এবং স্থানীয় প্রশাসন জানিয়েছে, রেললাইনের আশেপাশে বসবাসরতদের সচেতন করতে নিয়মিত প্রচারণা চালানো হচ্ছে। এই ঘটনার পর রামু এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। রেলওয়ে পুলিশের একজন কর্মকর্তা জানান, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ একটি দণ্ডনীয় অপরাধ। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
পূর্বকোণ/এএইচসি/পারভেজ