
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় চোরাকারবারিদের সাথে বিজিবির গুলিবিনিময়ের ঘটনা ঘটে। উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৭ কোটি টাকা। শনিবার (১৭ জানুয়ারি) ভোররাতে খারাংখালী ও নাজিরপাড়া এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে।
৬৪-ব্যাটালিয়নের অধিনায়ক মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান আসার তথ্যের ভিত্তিতে খারাংখালীতে একটি বিশেষ দল অবস্থান নেয়। এ সময় ৪ জন সন্দেহভাজন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে বিজিবির উপস্থিতি টের পেয়ে তিন রাউন্ড গুলিবর্ষণ করে চোরাকারবারিরা। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা এক রাউন্ড গুলি চালায়। একপর্যায়ে তারা সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ২ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিনে টেকনাফের নাজিরপাড়া নারিকেলকাঠি এলাকায় নাফ নদীতে অভিযান চালিয়ে এক চোরাকারবারির ফেলে যাওয়া ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পূর্বকোণ/এএইচসি/পারভেজ