চট্টগ্রাম শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

কাপ্তাইয়ে সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

কাপ্তাইয়ে সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

কাপ্তাই সংবাদদাতা

১৭ জানুয়ারি, ২০২৬ | ৬:৫৫ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে রুবি আক্তার (২৪) নামে এক গৃহবধূ সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ৪ নং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নতুনবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

কাপ্তাই ইউনিয়ন পরিষদের সদস্য সেলিনা পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্বামী রিমন বলেন, দুপুরে কাজে যাওয়ার আগে স্ত্রী তাঁকে নিজ হাতে ভাত খাইয়ে দিয়েছিলেন, তবে কেন এমন ঘটনা ঘটল সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

এদিকে, স্থানীয় বাসিন্দাদের ধারণা, পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এই বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পূর্বকোণ/এএইচসি/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট