চট্টগ্রাম শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

রাউজানে বিএডিসির সেচ প্রকল্পের ৩টি ট্রান্সফরমারের কয়েল চুরি

রাউজানে বিএডিসির সেচ প্রকল্পের ৩টি ট্রান্সফরমারের কয়েল চুরি

রাউজান সংবাদদাতা

১৬ জানুয়ারি, ২০২৬ | ৭:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) পরিচালিত একটি সেচ প্রকল্পের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের কয়েল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোররাতে উপজেলার কদলপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক মো. আব্দুছ ছাত্তার (৩৫) জানান, তিনি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোয়াফের বিল এলাকায় কৃষিকাজ করে আসছেন। চাষাবাদে পানির সুবিধার্থে তিনি বিএডিসির আওতায় ২ কিউসেক বৈদ্যুতিক এলএলপি সেচ স্কিমের অধীনে পাম্প-মোটর ও ট্রান্সফরমারসহ প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করেন।

তিনি আরও জানান, উক্ত প্রকল্পের আওতায় স্থাপিত ট্রান্সফরমার তিনটি চেইন ও তালা দিয়ে নিরাপদে সংরক্ষণ করে রাখেন এবং তিনি নিজেই এসব সরঞ্জাম দেখাশোনা করেন। শুক্রবার সকালে আনুমানিক সাড়ে ৮টায় ধানক্ষেতে গিয়ে তিনি দেখতে পান যে ট্রান্সফরমার তিনটি খুঁটির ওপর থাকলেও ভেতরে কয়েল নেই।

এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মো. আব্দুছ ছাত্তার রাউজান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি দ্রুত চোরদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

পূর্বকোণ/এএইচসি/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট