চট্টগ্রাম শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

কাপ্তাইয়ে পিকআপ খাদে পড়ে প্রাণ গেল ২ শ্রমিকের

অনলাইন ডেস্ক

১৬ জানুয়ারি, ২০২৬ | ১১:৪০ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাই সড়কে গাছ বোঝাই মিনি পিকআপ খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন- সাদেক চাকমা (৩৮) ও মিলন চাকমা (৫০)। আহত হলেন বিনয় চাকমা (৩৫)।

বৃহস্পতিবার রাতে জেলার আসামবস্তি কাপ্তাই সড়কের কামিলাছড়ি মগবান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে গাছ বহনকারী মিনি পিকআপটি ঢালু রাস্তায় ওপরে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িটি উল্টে গেলে তিনজন শ্রমিক গাড়ির নিচে চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। তবে অপর আহত শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত সাদেক চাকমা মগবান ইউনিয়নের কামিলাছড়ির বাসিন্দা ও মিলন চাকমা একই এলাকার বাসিন্দা। আহত বিনয় চাকমাও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট