চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

সাতকানিয়ায় এস্কেভেটর বিকল করল যৌথবাহিনী

সাতকানিয়ায় এস্কেভেটর বিকল করল যৌথবাহিনী

সাতকানিয়া সংবাদদাতা

১৫ জানুয়ারি, ২০২৬ | ১২:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে কৃষি জমির টপসয়েল কেটে বিক্রি করার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় মাটিদস্যুরা পালিয়ে গেলেও রেখে যাওয়া এস্কেভেটর বিকল করে দিয়েছে প্রশাসন।

 

বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বারদোনা এলাকার কুতুবপাড়ায় ৭বিএম ব্রিক ফিল্ডের পাশে এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।

 

তিনি বলেন, কৃষি জমির কেটে মাটি বিক্রি করছে; এমন সংবাদ পেয়ে সেনাবাহিনীকে সাথে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় মাটি খেকোরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে একটি এস্কেভেটর পাওয়া যায়, যেটি অকেজো করে দেওয়া হয়। কৃষি জমির মাটি কর্তনের মতো অবৈধ কর্মকাণ্ড পরিবেশ ও জনস্বার্থের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এসব অপরাধ দমনে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।

পূর্বেকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট