
চট্টগ্রামের রাঙ্গুনিয়া পারুয়া ইউনিয়নে চাঞ্চল্যকর স্কুলছাত্র শাহেদ হত্যা মামলায় এক আসামিকে গ্রেপ্তার এবং দুই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) সকালে ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের পক্ষ থেকে আসামির বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
গ্রেপ্তার আসামি মো. জাহাঙ্গীর আলম (৪০), পূর্ব সাহাব্দীনগর মহতপাড়া ৯ নং ওয়ার্ডের মৃত আবদুল করিমের ছেলে। এছাড়া সন্দেহভাজন হিসেবে আটকরা হলেন- পারুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আহমদ উল্লাহ (৩৪) এবং মো. আরিফ (২৫)।
মামলার বিবরণে জানা যায়, গত ৫ জানুয়ারি সকালে ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের একটি বিল থেকে মো. শাহেদ ইসলামের (১৭) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। শাহেদ স্থানীয় সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল এবং নিখোঁজ হওয়ার রাতে বাড়ির পাশের বিল থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়। স্কুলছাত্র শাহেদ তার বাবা মো. আব্দুল মোনাফের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে দ্বিতীয় সন্তান।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে জাহাঙ্গীরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া বাকি দুইজনকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/এএইচসি/পারভেজ