
চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন এলাকায় ইঁদুরের বিষ্ঠার ওপর খাদ্যদ্রব্য রাখা, খাদ্যপণ্যে অগ্রিম উৎপাদন তারিখ দেওয়া ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির দায়ে হাসান বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) অভিযান চালিয়ে এসব জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
একই অভিযানে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য আল হাসান বেকারি এন্ড কনফেকশনারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নগরীর বাদুরতলা এলাকায় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে মেসার্স আয়েশা ফার্মেসিকে ৭ হাজার টাকা ও চৌধুরী ড্রাগ হাউজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও খাদ্যে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ