
খাগড়াছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরীর ভাড়া বাসার সামনে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় শালবনে এয়াকুবের বাসার সামনে এই হামলার ঘটনা ঘটে।
ককটেল বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ব্যাহত করার জন্য জামায়াতের প্রার্থীর বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কিসলু বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু সাধারণত ককটেল বিস্ফোরণ হলে যে ধরনের আলামত থাকার সেরকম কিছু পায়নি। তারপরও উনার দাবি অনুযায়ী ঘটনাস্থলে একটা প্লাস্টিক পাওয়া গেছে। সেটি ককটেলের অংশ কিনা তা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা তা আতশ বাজির শব্দ বলে জানিয়েছে। এছাড়া ককটেল বিস্ফোরণের যে ভিডিও ছড়ানো হচ্ছে সেটা এখানকার নয়। ভিডিওতে দেখা যাওয়া সড়কটি খাগড়াছড়ির নয়।
পূর্বকোণ/পিআর/এএইচ