চট্টগ্রাম বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের ত্রাস রইক্ষ্যা ডাকাতের মরদেহ উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পে মিলল ‌‘সালমান শাহ গ্রুপ’ সদস্যের রক্তাক্ত মরদেহ

টেকনাফ সংবাদদাতা

১৪ জানুয়ারি, ২০২৬ | ১২:২৩ অপরাহ্ণ

টেকনাফের নয়াপাড়া শরণার্থী রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে সালমান শাহ গ্রুপের সদস্য ও রোহিঙ্গা দুর্বৃত্ত আব্দুর রহিম প্রকাশ রইক্ষ্যার (৩৭) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আব্দুর রহিম মোছনী গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

বুধবার (১৪ জানুয়ারি) ভোরে বিকাশ মোড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, বুধবার লোকজন ফজরের নামাজ পড়তে বের হলে বিকাশ মোড়ে রইক্ষ্যা ডাকাতের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত রইক্ষ্যা রোহিঙ্গা ক্যাম্পের সালমান শাহ গ্রুপের সদস্য বলে জানা গেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রোহিঙ্গা সন্ত্রাসীর মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট