
কক্সবাজারের মহেশখালী কয়লাবিদ্যুৎ কেন্দ্রের আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় ৯ ঘণ্টার প্রচেষ্টায় মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে নিয়ন্ত্রণে আসে।
এই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) আহ্বায়ক করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক এম এ মান্নান। কমিটিকে আদেশ পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জেলা প্রশাসক এম এ মান্নান বলেন, মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের ভেতরের স্ক্র্যাপ ইয়ার্ডে অগ্নিকাণ্ডের আসল রহস্য জানতে এডিসি রাজস্বকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক নিজাম উদ্দিন আহমেদ জানিয়েছেন, কমিটির সব সদস্যের নাম পাওয়ার পর দ্রুতই তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন।
বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগুন লেগেছিল মূল উৎপাদন কেন্দ্র থেকে নিরাপদ দূরত্বে অবস্থিত স্ক্র্যাপ ইয়ার্ডে, যেখানে অব্যবহৃত যন্ত্রাংশ রাখা হয়। ফলে মূল উৎপাদন ইউনিট বা বয়লারের কোনো ক্ষতি হয়নি এবং বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মহেশখালী ফায়ার সার্ভিসের মতে, স্ক্র্যাপ ইয়ার্ডে পথশিশুদের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম বলেন, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ চলছে।
পূর্বকোণ/এএইচসি/আরআর