
চট্টগ্রামের ফটিকছড়িতে আলোচিত জামাল হত্যাকাণ্ডের ঘটনায় নাজিম নামের এক সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার নাজিম উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামের মৃত জাহিদুল হকের ছেলে।
সোমবার (১২জানুয়ারি) রাতে নগরীর কোতোয়ালি থানাধীন এনায়েত বাজার মহিলা কলেজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চত করেছেন।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি রাত ৮টার দিকে লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামের দিঘির পাড়ে দুর্বৃত্তদের গুলিতে জামায়াত কর্মী জামাল ঘটনাস্থলে নিহত হন। এই ঘটনায় ১২ জানুয়ারি রাতে ফটিকছড়ি থানায় নিহত জামালের স্ত্রী কাজল রেখা বাদী হয়ে একটি হত্যা মামলার দায়ের করেন। ওই মামলার তদন্তে সন্দেভাজন আসামি হিসেবে গ্রেপ্তার নাজিমের নাম ছিল।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে তাকে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/এএইচসি/রাজীব