
চট্টগ্রামের বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় প্রান্তিকা সর্দার (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কানুনগোপাড়া এলাকার উত্তর সর্দার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রান্তিকা উত্তর সর্দারপাড়ার গণেশ সর্দারের মেয়ে। সে দ্বিতীয় শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
প্রান্তিকার মা পান্না সর্দার জানান, সকাল সাড়ে ১০টায় বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিল প্রান্তিকা। এ সময় দ্রুতগতির একটি হাইস গাড়ি এসে ধাক্কা দিলে প্রান্তিকা ছিটকে পড়ে যায়। এরপর হাইসটির চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাবেয়া বলেন, সাড়ে ১১টায় হাসপাতালে আনা হলে প্রান্তিকাকে মৃত ঘোষণা করা হয়।
পূর্বকোণ/পূজন/এএইচ