চট্টগ্রাম মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ সিএনজি চালক গ্রেপ্তার

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ সিএনজি চালক গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

১২ জানুয়ারি, ২০২৬ | ১১:৪৭ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবা ও নগদ টাকাসহ সাইফুল ইসলাম (২১) নামে এক সিএনজি অটোরিকশাসহ চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার সাইফুল ইসলাম উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের বাসিন্দা।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় সদর ইউনিয়নের বড় হাবিবপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫-এর একটি দল সন্দেহভাজন সিএনজিটিকে থামিয়ে তল্লাশি চালিয়ে পেছনের সিটের মালামাল রাখার জায়গা থেকে ১০টি প্যাকেটে রাখা ইয়াবাগুলো জব্দ করা হয়। মাদকদ্রব্য ছাড়াও তার কাছ থেকে ১টি মোবাইল সেট এবং নগদ ১ হাজার টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বর্তমানে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

পূর্বকোণ/এএইচসি/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট