চট্টগ্রাম সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে গুলিবিদ্ধ শিশুর পরিবারকে ১ লাখ টাকা সহায়তা দিল বিজিবি

টেকনাফে গুলিবিদ্ধ শিশুর পরিবারকে ১ লাখ টাকা সহায়তা দিল বিজিবি

টেকনাফ সংবাদদাতা   

১২ জানুয়ারি, ২০২৬ | ১১:২৮ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশুর পরিবারকে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা দিয়েছে বিজিবি। এ সময় নগদ ১ লক্ষ টাকা পরিবারের হাতে তুলে দেন ৬৪-বিজিবির অধিনায়ক মো. জহিরুল ইসলাম।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার হোয়াইক্যংয়ে উখিয়া বিজিবির উনছিপ্রাং সীমান্ত ফাঁড়িতে এ সহায়তা প্রদান করা হয়। এ সময় হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহজালাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গুলিবিদ্ধ শিশু হুজাইফা সুলতানা আফনান ওরফে পুতুনি (১২) হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জসিমের মেয়ে। সে লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

৬৪-বিজিবির অধিনায়ক মো. জহিরুল ইসলাম বলেন, মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ শিশুর পরিবারকে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। সীমান্তে টহল জোরদার করা হয়েছে এবং স্থানীয়দের সীমান্ত এলাকায় যাতায়ত না করতে সচেতন করা হচ্ছে।

 

পূর্বকোণ/এএইচসি/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট