
চট্টগ্রামের হাটহাজারীতে মাইক্রোবাস চালক মাহবুব হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১১ জানুয়ারি) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন পশ্চিম দেওয়ান নগরের মো. সোহেল প্রকাশ শাহজাহান, আব্দুল মান্নান ও মো. সোহেল, পূর্ব দেওয়ান নগরের মো. নাছির উদ্দিন প্রকাশ মিন্টু ও মো. জাহেদ।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, গ্রেপ্তার আসামিদের আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত হাটহাজারী পৌরসভার ৩ নং ওয়ার্ডের আজিমপাড়া এলাকায় গত রোববার ভোররাত আনুমানিক ৪টার দিকে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মাহবুব আলম (৩৫) পেশায় একজন মাইক্রোবাস চালক ছিলেন এবং পাশাপাশি ‘আলাউল হল’ নামক একটি ভবনের দেখাশুনার কাজ করতেন। ঘটনার দিন ভোররাতে ৩/৪ জন দুর্বৃত্তের সাথে তার বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে তারা মাহবুবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ভাই মো. রহিম বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
পূর্বকোণ/এএইচসি/পারভেজ