
কক্সবাজারের মহেশখালীতে টমটম গাড়ির ধাক্কায় মিনহা (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার শাপলাপুর-ছোট মহেশখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিনহা ছোট মহেশখালীর উত্তর কুল এলাকার সিকদার পাড়া ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনছার করিম ও খালেদা বেগমের একমাত্র মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিশুটি সড়কের পাশ দিয়ে চলাচল করছিল। এ সময় দ্রুতগতির একটি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। ধাক্কায় শিশুটি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিনহাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে পরিবারে চলছে মাতম এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েছেন স্বজন ও প্রতিবেশীরা।
এলাকাবাসীর অভিযোগ, শাপলাপুর–ছোট মহেশখালী সড়কে টমটমসহ বিভিন্ন যানবাহন দীর্ঘদিন ধরে বেপরোয়া গতিতে চলাচল করছে। সড়কটি তুলনামূলক সরু হলেও নেই কোনো গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা, স্পিড ব্রেকার বা সতর্কতামূলক সাইনবোর্ড। এর আগেও এই সড়কে একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তারা।
পূর্বকোণ/এএইচসি/পারভেজ