চট্টগ্রাম সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি প্রার্থীকে শোকজ

চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি প্রার্থীকে শোকজ

সাতকানিয়া সংবাদদাতা

১২ জানুয়ারি, ২০২৬ | ৭:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন’কে শোকজ করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) ইলেক্ট্রোরাল এনকোয়ারি ও এডজুডিকেশন কমিটি’র চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ রূপন কুমার দাশ এই শোকজ নোটিশ জারি করেন।

নোটিশে বলা হয়েছে, বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন গত ১১ জানুয়ারি প্রতীক বরাদ্দের আগে আধুনগরে প্রয়াত বেগম খালেদা জিয়া’র দোয়া অনুষ্ঠানে ধানের শীষে প্রতীকে পক্ষে প্রকাশ্যে ভোট চেয়েছেন। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয়। ভোট গ্রহণের তারিখের তিন সপ্তাহ আগেে এমন কাজ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরন বিধিমালা, ২০২৫ এর পরিপন্থী এবং নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন। এই বিষয়ে আগামী ১৪ জানুয়ারি সকাল ১০’টায়  সাতকানিয়া চৌকি আদালতে স্ব শরীরে হাজির হয়ে লিখিত ভাবে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।

ইলেক্ট্রোরাল এনকোয়ারী ও এডজুডিকেশন কমিটি’র চেয়ারম্যান ও চট্টগ্রাম যুগ্ম জেলা ও দায়রা জজ  রূপন কুমার দাশ বিষয়টি পূূর্বকোণ’কে নিশ্চিত করে বলেন,  চট্টগ্রাম-১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী’র বিরুদ্ধে একটি অভিযোগ আসে। এই অভিযোগের সত্যতা পাওয়ায় ওনাকে আগামী দু’দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

 

পূর্বকোণ/এএইচসি/

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট