চট্টগ্রাম সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

ফটিকছড়ির কাঞ্চন নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বসতঘর ভস্মীভূত

ফটিকছড়ির কাঞ্চন নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বসতঘর ভস্মীভূত

ফটিকছড়ি সংবাদদাতা

১১ জানুয়ারি, ২০২৬ | ১১:২৫ অপরাহ্ণ

ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের মধ্য কাঞ্চন নগর ৪ নং ওয়ার্ড়ের হামিদ নগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বসতঘর ভস্মিভূত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট হতে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ জয়নাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ফটিকছড়ি ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে আসার পূর্বে চারদিক হতে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে জানে আলম, শাহ আলম, আবুল কালাম, মাহবুল আলম, শাহজাহান, আবদুল মোনায়েমের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

 

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল কাইয়ুম সত্যতা নিশ্চিত করে বলেন, শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা হয়নি পরে জানানো হবে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট