চট্টগ্রাম সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

‘খালেদা জিয়া এদেশের আপামর মানুষের হৃদয়ে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত হয়েছেন’

অনলাইন ডেস্ক

১১ জানুয়ারি, ২০২৬ | ৯:৩৫ অপরাহ্ণ

বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল করেছে সীতাকুন্ড উপজেলাধীন ভাটিয়ারীতে অবস্থিত বিজয় স্মরণী ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ। রোববার (১১ জানুয়ারি ) সকালে অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

বিজয় স্মরণী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আবু জাফর সিদ্দিকীর সভাপতিত্বে ও অধ্যাপক রওশন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক নুরুল কুদ্দুস চৌধুরী, অভিভাবক সদস্য মো. জহুরুল আলম জহুর, অধ্যাপক মো. নোমান, আবু তারেক খান, আবু সালেহ, মেজবাহ উদ্দিন, শিব শংকর শীল। এতে মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক রফিকুল আলম বাছাবী।

প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী বলেন, শিক্ষার্থীরা খালেদা জিয়ার চরিত্র অনুসরণ করলে দেশপ্রেমী নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। খালেদা জিয়ার স্বদেশ প্রেম, আপোষহীন মনোভাব তাঁকে দিয়েছে অনন্য মাত্রা। তিনি এদেশের আপামর মানুষের হৃদয়ে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত হয়েছেন।

আসলাম চৌধুরী বলেন, খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরী তারেক রহমানের আধুনিক বাংলাদেশ বির্নিমানেও সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। পড়ালেখায় মনোনিবেশ করে শিক্ষার্থীরা নিজেদেরকে আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলে বাংলাদেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সহজতর হবে।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট