চট্টগ্রাম সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

লামায় চোরাই গরুসহ ৪ চোর গ্রেপ্তার

লামায় চোরাই গরুসহ ৪ চোর গ্রেপ্তার

লামা সংবাদদাতা

১১ জানুয়ারি, ২০২৬ | ৭:২৩ অপরাহ্ণ

বান্দবানের লামায় দুটি চোরাই গরু উদ্ধারসহ চার চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া গরু বিক্রির নগদ ৬২ হাজার টাকাও উদ্ধার করা হয়।

রবিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত লামা ও চট্টগ্রামের লোহাগাড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, আব্দুল করিম (২৫), মো. কামরুজ্জামান (২৫), মো. আবদুল করিম (২৩) এবং মোবারেক আলী (৪৯)।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সরই ইউনিয়নের ঢেঁকিছড়া আন্দারী ফুলবাগান এলাকার একটি খামার থেকে থংপং ম্রো (২৪) নামের এক ব্যক্তির একটি ষাঁড় ও একটি গাভী চুরি হয়। এ ঘটনায় লামা থানায় নিয়মিত মামলা দায়েরের পর তদন্ত শুরু হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

পূর্বকোণ/এএইচসি/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট