চট্টগ্রাম রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

হালদা থেকে ৮৫০ মিটার জাল উদ্ধার

হালদায় ৮৫০ মিটার চরঘেরা জাল জব্দ

হাটহাজারী সংবাদদাতা

১১ জানুয়ারি, ২০২৬ | ৩:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদীতে অভিযান চালিয়ে ৫টি অবৈধ চরঘেরা জাল জব্দ করেছে উপজেলা সিনিয়র মৎস্য অফিস। জব্দ করা জালের দৈর্ঘ্য ৮৫০ মিটার এবং আনুমানিক মূল্য একলাখ টাকা।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে দিবাগত রাত ২টা পর্যন্ত হাটহাজারীর উত্তর মার্দাশা রামদাস হাট, মেখল সার্তারঘাট, মাছুয়াগোনা ও কেরামতলী পয়েন্টে এই অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. শওকত আলী। তাকে অভিযানে সহযোগিতা করেন হালদা অস্থায়ী ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রমজান আলী ও হালদা প্রকল্পের পাহারাদার আলমগীর, শহীদুল্লাহ ও হোসাইন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী জানান, রবিবার জালগুলো গড়দুয়ারা নয়াহাট হালদা চত্বরে স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুড়িয়ে নষ্ট করা হয়। হালদা নদীর মৎস্য সম্পদ ও বায়োডাইভারসিটি রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট