চট্টগ্রাম রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

রাঙ্গুনিয়ায় কর্ণফুলীতে বোট দুর্ঘটনা: প্রাণে বাঁচলেন শতাধিক যাত্রী

রাঙ্গুনিয়ায় কর্ণফুলীতে বোট দুর্ঘটনা: প্রাণে বাঁচলেন শতাধিক যাত্রী

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১১ জানুয়ারি, ২০২৬ | ১২:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে একটি পর্যটকবাহী বোট দুর্ঘটনার কবলে পড়লে স্থানীয়দের সহায়তায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন নারী ও শিশুসহ প্রায় শতাধিক যাত্রী।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় বেতাগী গোলাম বেপারি হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক শিকলবাহা এলাকার ‘প্রত্যাশী সামাজিক ক্লাব’-এর উদ্যোগে একটি ইঞ্জিনচালিত কাঠের বোটে করে সদস্যরা কাপ্তাই যাচ্ছিলেন। বোটটি বেতাগী গোলাম বেপারি হাট এলাকায় পৌঁছালে নদীর পানির নিচে থাকা একটি বালি তোলার ড্রেজারের সাথে ধাক্কা লাগে। এতে বোটের তলার অংশ ফেটে যায় এবং সেটি ডুবতে শুরু করে। বোটটি ডুবতে দেখে স্থানীয় জনতা দ্রুত নিজেদের নৌকা নিয়ে এগিয়ে আসেন এবং যাত্রীদের উদ্ধার করেন। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়দের অভিযোগ, নদীর পানির নিচে থাকা ড্রেজারটি শনাক্ত করার জন্য সেখানে কোনো চিহ্ন বা সংকেত ছিল না। এই অসতর্কতার কারণেই বোটটি দুর্ঘটনার মুখে পড়ে বলে তারা মনে করছেন।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরমান হোসেন সংবাদ মাধ্যমকে জানান,  খবর পেয়ে পুলিশ দুর্ঘটনা স্থলে যায়। তবে কেউ হতাহত হননি, উদ্ধার যাত্রীদের সবাই নিরাপদে আছেন।

 

পূর্বকোণ/এএইচসি/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট