চট্টগ্রাম রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

রাউজানে অস্ত্র, ডাকাতি ও হত্যাসহ ছয় মামলার আসামি গ্রেপ্তার

রাউজানে অস্ত্র, ডাকাতি ও হত্যাসহ ছয় মামলার আসামি গ্রেপ্তার

রাউজান সংবাদদাতা

১০ জানুয়ারি, ২০২৬ | ১১:৩০ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে অস্ত্র, ডাকাতি, হত্যা ও বিস্ফোরকসহ মোট ছয়টি মামলার তালিকাভুক্ত আসামি নুরুল আমিন ওরফে টেংরা কালুকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল নোয়াজিষপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার নুরুল আমিন ওরফে টেংরা কালু উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহুর কাজীর বাড়ি এলাকার বাসিন্দা নুরুল হক ওরফে লেদায়ের ছেলে।

পুলিশ জানায়, গত ২২ ডিসেম্বর রাতে আসামির বসতঘরের সিলিংয়ের ওপর থেকে দুটি দেশীয় এলজি ও তিন রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর থেকে আসামি পলাতক ছিলেন।

সিডিএমএস যাচাই করে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত নুরুল আমিনের বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র, ডাকাতি, হত্যা ও বিস্ফোরকসহ মোট ছয়টি মামলা রয়েছে।

রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ জানান, শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

পূর্বকোণ/এএইচসি/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট