
চট্টগ্রামের বাঁশখালীতে দুই হাজার ইয়াবাসহ মো. আরফাত (২১) ও মো. এরফান (২৬) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আরফাত (২১) কক্সবাজারের রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তিতার পাড়ার মৃত নুরুল হাকিমের এবং এরফান (২৬) মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের মাঝির পাড়ার মৃত কবির আহমদের ছেলে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার।
তিনি বলেন, কক্সবাজার থেকে ২ জন মোটরসাইকেল আরোহী চট্টগ্রামে ইয়াবা নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুঁইছড়ি প্রধান সড়কের উপর জান্নাত এগ্রো ফার্মের সামনে চেকপোষ্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন ১টি মোটরসাইকেল তল্লাশি করে ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পূর্বকোণ/পারভেজ