
চট্টগ্রামের পটিয়ায় মিনিবাসের চাপায় ইমতিয়াজ মাহমুদ ইমন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার অপর বন্ধু মো. নয়ন (২৩) গুরুতর আহত।
শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে পটিয়ার ইন্দ্রপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই বন্ধু মোটরসাইকেলযোগে চন্দনাইশ থেকে পটিয়ায় আসেন। ফেরার পথে ইন্দ্রপোল এলাকায় পৌঁছালে একটি বেপরোয়া গতির মিনিবাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমতিয়াজ মাহমুদ ইমনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মো. নয়নের অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে পটিয়া হাইওয়ে থানার ওসি হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
পূর্বকোণ/এএইচসি/পারভেজ