
চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে মুহাম্মদ জামাল (৩৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে লেলাং ইউনিয়নের শাহানগরের দীঘিরপাড় এলাকায় এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় নাছির (৪০) ও নাজিম (৪৫) নামের আরো দুইজন গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহত জামাল উক্ত ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মৌলানা ওসমান সাহেবের বাড়ির মৃত আবুল খায়েরের ছেলে।
একাধিক বিশ্বস্ত সূত্রে জানা গেছে, হতাহতরা দীঘিরপাড় এলাকায় আড্ডা দিচ্ছিলেন। মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্তরা অতর্কিত গুলি ছুড়লে ঘটনাস্থলে জামাল নিহত ও অপর দুজন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
জানতে চাইলে ফটিকছড়ি থানার ওসি মুহাম্মদ সেলিম পূর্বকোণকে জানান, লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামে গোলাগুলিতে দুইজন আহত হয়েছে বলে খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
পূর্বকোণ/এএইচসি/পারভেজ