
চট্টগ্রাম উত্তর বন বিভাগের ফটিকছড়ি উপজেলার ধুরুং বিটের ৪ কর্মকর্তা ও বনপ্রহরী হামলার শিকার হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) সকালে কাঞ্চননগর ইউনিয়নের ধুইল্যছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা অতর্কিতভাবে এই হামলা করেছে বলে জানা গেছে। এ ঘটনায় আবরারুর রহমান, খন্দকার মাফুজ আলী, বাচ্চু মিয়া ও বিপ্লব গুরুতর আহত হয়েছেন।
কাঞ্চননগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ এনাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ধুরং বিটের কর্মকর্তা কর্মচারীরা বন বিভাগে জায়গা উদ্ধার করতে গেলে স্থানীয়দের সাথে সংঘর্ষে এ ঘটনা ঘটে।
লোকজন আহতদের প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক।
পূর্বকোণ/পিআর/এএইচ