চট্টগ্রাম শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

লোহাগাড়ায় ‘তীব্র শীতে’ কৃষকের মৃত্যু

তীব্র শীতে জমিতে পানি দিতে গিয়ে কৃষকের মৃত্যু লোহাগাড়ায়

লোহাগাড়া সংবাদদাতা

১০ জানুয়ারি, ২০২৬ | ১২:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় তীব্র শীতে জমিতে পানি দিতে গিয়ে নুরুল ইসলাম নুরু (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার পশ্চিম কলাউজান তেলিপাড়া এলাকায় চাষের জমিতে পানি দিতে গিয়ে তীব্র শীতে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার।

নিহত নুরুল ইসলাম নুরু উপজেলার কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজান চুরুবর পাড়া এলাকার মৃত বাঁচা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রতিদিনের মতো কৃষি জমিতে পানি দিতে গিয়েছিলেন তিনি। বাড়িতে আসার সময় পার হওয়ার পরও তিনি ফেরেননি। পরে সেখানে গিয়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট