চট্টগ্রাম শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত যুবক উদ্ধার, অস্ত্র-মাদক জব্দ

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত যুবক উদ্ধার, অস্ত্রসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০২৬ | ১২:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে রুবেল (৩০) নামে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় মাদক ও দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত পৌনে ১০টা থেকে দিবাগত রাত পৌনে ৩টা পর্যন্ত উপজেলার পোমরা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হল- পোমরা আজিম নগরের মৃত দানু মেম্বারের ছেলে শাহেদ হাসান (৩৫), উপজেলার গুনগুনিয়া বেতাগীর মো. মজু মিয়ার ছেলে মো. আব্দুস সালাম (২২) ও পোমরা হাইনি পাড়ার মৃত আব্দুল করিমের ছেলে ওবায়দুল মুস্তফা সৌরভ (৩১)।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, পোমরা ইউনিয়নের বালুঘাট ফকিরবাড়ির দিদার আলমের বাড়িতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অপহৃত রুবেলকে উদ্ধার করা হয়। এছাড়া দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক করা হয়েছে।

আটক ওবায়দুল মুস্তফা সৌরভ রাঙ্গুনিয়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। এছাড়াও তার মা রুবিনা আক্তার এলাকায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। তবে অভিযানে তার মাকে আটক করা যায় নি। আটক আসামিদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট