
ওমানে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ির একই পরিবারের তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৯ জানুয়ারি) বাংলদেশ সময় রাত ৮টায় ওমানের সালালা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের ওমান প্রবাসী মো. শফিউর আলমের স্ত্রী বিলকিস বেগম, তার একমাত্র ছেলে মুহাম্মদ সাকিবুল হাসান সবুজ ও মেয়ের জামাই মুহাম্মদ দিদার।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী শফিউল আলমের ওমানের ব্যবসায়িক পার্টনার মুহাম্মদ পারভেজ। তিনি জানান, নিহতরা ওমানের সালালা নামক স্থানে মাজার জেয়ারতে গিয়েছিলেন। আসার পথে দ্রুতগতির গাড়ির সঙ্গে উটের সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দিদার ও সাকিব নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে বিলকিস বেগমের মৃত্যু হয়।
পূর্বকোণ/মুন্না/এএইচ