চট্টগ্রাম শুক্রবার, ০৯ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

চকরিয়ায় বসতঘর ও দোকানে ডাকাতি: স্বর্ণসহ নগদ টাকা লুট

চকরিয়ায় বসতঘর ও দোকানে ডাকাতি: স্বর্ণসহ নগদ টাকা লুট

চকরিয়া সংবাদদাতা

৯ জানুয়ারি, ২০২৬ | ৮:৪৬ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের নাথপাড়ায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ জানয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নাথপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে ৫-৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল স্বর্ণ ব্যবসায়ী সাগর ধরের বাড়িতে দেয়াল টপকে প্রবেশ করে। ডাকাতরা বাড়ির লোকজনকে মারধর করে আলমারির চাবি ছিনিয়ে নেয় এবং প্রায় ১৫ ভরি স্বর্ণ ও নগদ আড়াই লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী সাগর ধর জানান, মৃত বাবার ক্ষুরকর্ম ও শ্রাদ্ধানুষ্ঠানের প্রস্তুতির জন্য তারা বাড়িতে অবস্থান করছিলেন এবং লুট হওয়া টাকা শ্রাদ্ধের খরচের জন্য রাখা ছিল। এর আগে ডাকাত দল পার্শ্ববর্তী মিন্টু নাথ ও বিজয় নাথের মুদির দোকানের তালা ভেঙে ২৫ বস্তা চাল, সাবান ও সিগারেটের কার্টুন লুট করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের শনাক্ত করতে বিভিন্ন সোর্স লাগানো হয়েছে। ভুক্তভোগী পরিবার আইনি ব্যবস্থা নিতে চাইলে পুলিশ পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট