চট্টগ্রাম শুক্রবার, ০৯ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

রাউজানের হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি বিমানবন্দর থেকে গ্রেপ্তার

রাউজানের হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি বিমানবন্দর থেকে গ্রেপ্তার

রাউজান সংবাদদাতা

৯ জানুয়ারি, ২০২৬ | ৭:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে রাউজান থানার একটি মামলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. আব্বাস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে রাউজান থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মো. আব্বাস রাউজানের পূর্ব গুজরা কোরআন মঞ্জিল এলাকার মৃত হোসনুজ্জামানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম। তিনি বলেন, আব্বাস অস্ত্র উদ্ধার সংক্রান্ত মামলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি। এ ছাড়াও তার বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট চারটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, থানার পূর্ব তদন্ত থেকে জানা গেছে, সাজাপ্রাপ্ত মামলায় আসামি আব্বাসের হেফাজত থেকে একটি এ কে–৪৭ (অটোমেটিক ভারী আগ্নেয়াস্ত্র), ১০৫ রাউন্ড গুলি, ১০টি চার্জার ও ৯টি গুলির খোসা উদ্ধার করা হয়েছিল। আদালত তদন্ত আমলে নিয়ে তাকে সাজা প্রদান এবং গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়। সাজা এড়াতে আসামি দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আত্মগোপনে ছিলেন।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট