চট্টগ্রাম শুক্রবার, ০৯ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় বসতঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

রাঙ্গুনিয়ায় বসতঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

রাঙ্গুনিয়া সংবাদদাতা

৯ জানুয়ারি, ২০২৬ | ৭:১২ অপরাহ্ণ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসতঘর থেকে একটি একনলা বন্দুক, ৯টি কার্তুজ ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ মো. জাহেদ (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‎গ্রেপ্তার মো. জাহেদ উপজেলার নারায়ণনগর পশ্চিম সরফভাটা এলাকার মৃত আবদুস শহিদের ছেলে।

আজ ‎শুক্রবার (৯ জানুয়ারি) পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বলে দৈনিক পূর্বকোণকে নিশ্চিত করেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ।

‎পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, গ্রেপ্তার জাহেদের বিরুদ্ধে দক্ষিণ রাঙ্গুনিয়াসহ বিভিন্ন থানায় মারামারি ও চাঁদাবাজিসহ তিনটি মামলা রয়েছে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট