
চট্টগ্রামের ফটিকছড়ির রাজঘাট এলাকায় অগ্নিকাণ্ডে দুটি ফার্নিচারের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ১টায় এই আগুনের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
এতে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আক্তার উজ্জামান।
তিনি জানিয়েছেন, ওই এলাকার মামুন, নান্টু বড়ুয়া, ইয়াকুব ও রবিউলের যৌথ ব্যবসার ৬০ ফুট বাই ৪০ ফুট আকারের বড় দুটি ফার্নিচারের দোকানে আগুন ধরে। খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১০ লাখ টাকার মালামাল ক্ষতি হলেও ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
পূর্বকোণ/মুন্না/এএইচ