
চট্টগ্রামের কর্ণফুলীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় কর্ণফুলী উপজেলার দৌলতপুর ফাজিলখাঁর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আলী আব্বাস (২৮) আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরী গ্রামের গোলাম শরীফের বাড়ির মো. মুছার ছেলে।
স্থানীয়রা জানান, আজ আব্বাস একটি মোটরসাইকেল যোগে শহর থেকে আনোয়ারার দিকে যাচ্ছিলেন। পিএসবি সড়কের কর্ণফুলী উপজেলার দৌলতপুর ফাজিলখাঁর হাট এলাকায় অতিক্রম করার সময় যাত্রীবাহী বাসের ধাক্কা তিনি সড়কে ছিটকে পড়েন। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে আব্বাসের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
নিহত আলী আব্বাসের চাচাতো ভাই মো. শিবলু বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ভাইয়ের লাশ নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি। এখন বিস্তারিত বলতে পারছি না।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর জামান বলেন, খবর পেয়ে নিহত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
পূর্বকোণ/মোর্শেদ/এএইচ