চট্টগ্রাম শুক্রবার, ০৯ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

সাতকানিয়া-লোহাগাড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত উপজেলা সদরে: সহজ হবে বিচারপ্রাপ্তি

বিচারপ্রার্থীদের যেতে হবে না চট্টগ্রাম শহরে

দুই উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সাতকানিয়া সদরে স্থানান্তর

সাতকানিয়া সংবাদদাতা

৮ জানুয়ারি, ২০২৬ | ১১:৪৪ অপরাহ্ণ

সাতকানিয়া ও লোহাগাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম জেলা সদর থেকে সাতকানিয়া উপজেলা সদরে স্থানান্তর করা হয়েছে। এতে দুই উপজেলার মানুষের দীর্ঘদিনের আইনি ভোগান্তির অবসান হচ্ছে।

বুধবার (৭ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আশেকুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বিষয়ে গেজেট প্রকাশ করা হয়।

এতদিন মামলা সংক্রান্ত কার্যক্রমে অংশ নিতে বিচারপ্রার্থীদের চট্টগ্রাম শহরে যেতে হতো। এতে সময়, অর্থ ও শ্রমের বড় ধরনের অপচয় হতো। আদালত এখন উপজেলা সদরে হওয়ায় স্বল্প সময়ে মামলার শুনানি ও প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে সাতকানিয়ার অতিরিক্ত সরকারি কৌসুলি (এডিশনাল জিপি) ও আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রাশেদ বলেন, এই সিদ্ধান্তের ফলে সাতকানিয়া ও লোহাগাড়ার মানুষ সহজেই তাদের আইনি সমস্যা মোকাবেলা করতে পারবে। দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং বিচার ব্যবস্থা জনগণের আরও কাছে পৌঁছাবে।

পূর্বকোণ/কায়ছার/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট