
চট্টগ্রামের লোহাগাড়ায় বাড়ির পুরাতন দেয়াল ভাঙার কাজ করতে গিয়ে দেয়াল চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে চুনতি ৪ নম্বর ওয়ার্ডের শামসু হাজী পাড়ায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চুনতি ইউপির প্যানেল চেয়ারম্যান ইয়াছিন মাঝি।
নিহত মো. খালেদ (২২) শামসু হাজী পাড়ার ট্রাক্টর চালক আব্দুল মান্নানের ছেলে।
নিহতের বড় ভাই মো. আসাদ বলেন, খালেদ সকালে আমাদের পুরাতন বাড়ির কাজ করছিল। বাড়ির পুরাতন দেয়াল ভাঙার কাজ করতে গিয়ে দেয়াল ভেঙে ইটের অংশ তার গায়ে পড়ে। দ্রুত তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল দত্ত বলেন, খালেদ নামে এক যুবককে দুপুরে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনেরা। তবে হাসপাতাল আনার আগে তার মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল।
পূর্বকোণ/এএইচ