
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের বসিরাবাড়ি এলাকায় বন বিভাগের সংরক্ষিত বনভূমির ১০০ শতক জায়গা দখলমুক্ত করেছে প্রশাসন। জায়গাটির আনুমানিক মূল্য ২ কোটি টাকা বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফরেস্ট অফিস এলাকায় বন বিভাগের জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানি আকন।
উচ্ছেদ অভিযানে সেনাবাহিনী, পুলিশ, চাম্বল, নাপোড়া ও পুঁইছড়ি ফরেস্ট ও জলদী রেঞ্জের বিট ও রেঞ্জ কর্মকর্তা, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বাঁশখালী উপজেলার জলদী বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, পুঁইছড়ি হাড়ি এলাকায় বন বিভাগের সংরক্ষিত ১০০ শতক জায়গা দখল করে পাকা বাড়ি নির্মাণ কাজ চলছিল। নির্মাণ কাজের পূর্বে বেশ কয়েকবার বাধা দেওয়া হয়েছিল। বাধা উপেক্ষা করে পুনরায় কাজ চলায় অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে। অবৈধভাবে নির্মাণ কাজ করায় মামলাও দেওয়া হয়েছে। কিন্তু তবুও তারা কাজ চালিয়ে যাচ্ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানি আকন বলেন, বাঁশখালীতে বসিরাবাড়ি বিভাগের প্রায় ১০০ শতক সরকারি বনের জায়গা উদ্ধার করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ