চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে পানের বরজে মিলল ১ লাখ ইয়াবা, গ্রেপ্তার ১

টেকনাফে পানের বরজে মিলল ১ লাখ ইয়াবা, গ্রেপ্তার ১

টেকনাফ সংবাদদাতা

৮ জানুয়ারি, ২০২৬ | ৪:১০ অপরাহ্ণ

টেকনাফের বাহারছড়ার নোয়াখালীপাড়ায় পানের বরজে মাটিতে লুকানো ১ লাখ ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। গ্রেপ্তার মোহাম্মদ হাকিম (২৩) বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড নোয়াখালীয়া পাড়া নুরুল ইসলামের ছেলে।

 

বুধবার (৭ জানুয়ারি) মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন পানের বরজের ভেতরে মাটিতে লুকানো এসব ইয়াবা উদ্ধার করা হয়।

 

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ.ম. ফারুক ৮ জানুয়ারি বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাহারছড়া ইউপির নোয়াখালীয়াপাড়ায় চাষী মোহাম্মদ হাকিমের পানের বরজের ভিতর অভিযান পরিচালনা করা হয়। এসমময় মাটির নিচ থেকে হাকিমের নিজ হাতে বের করে দেওয়া ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোনও জব্দ করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট