চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

চকরিয়ার সাবেক ভাইস-চেয়ারম্যান ও আ. লীগ নেতা গ্রেপ্তার

চকরিয়ার সাবেক ভাইস-চেয়ারম্যান ও আ. লীগ নেতা গ্রেপ্তার

চকরিয়া সংবাদদাতা

৮ জানুয়ারি, ২০২৬ | ৩:১৫ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মকছুদুল হক ছুট্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে চকরিয়া পৌরসভার মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

আটক মকছুদুল হক ছুট্টু মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন মামলা রয়েছে কিনা পুলিশ জানাতে পারেননি।

 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, মকছুদুল হক ছুট্টু কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মাতামুহুরী সাংগঠনিক উপজেলার সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট