
কক্সবাজারের টেকনাফে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর নিখোঁজ মালেয়শিয়া প্রবাসী জাহেদ হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে আটক করেছে পুলিশ।
আটকরকৃতরা হলেন- আব্দুস সালাম (৪৫), আব্দুল হাকিমের ছেলে গুরা মিয়া (৪১) এবং আব্দু শুকুরের ছেলে শাহ আলম (৩৪)।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে পাহাড়ে এ মরেদহ দেখেতে পায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। প্রবাসী জাহেদ হোসেন উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়ার রমজান আলীর ছেলে।
ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
তিনি জানান, স্থানীয়দের ভাষ্যমতে গত ৬ জানুয়ারি একদল দুর্বৃত্ত মালেয়শিয়া প্রবাসী জাহেদ হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। আজ সকালে একদল কাঠুরিয়া গাছ কাটার জন্য পাহাড়ে যাওয়ার পথে নুরুর নামে এক ব্যক্তির বাগানে তার মরদেহ দেখেতে পেয়ে স্বজনদের জানায়। স্থানীয়রা গিয়ে প্রবাসী জাহেদের মৃতদেহ নিশ্চিত হওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও থানা পুলিশকে খবর দেয়।
পূর্বকোণ/পিআর