
চট্টগ্রামের মিরসরাই হাদিরফকির হাট এলাকায় তেলের পাইপ লাইন কেটে তেল চুরির ঘটনা ঘটেছে। ঘটনার রহস্য উদঘাটনে মাঠে পুলিশসহ একাধিক সংস্থা কাজ করছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে হঠাৎ মাটির নিচে অবস্থিত পাইপ লাইন থেকে অনবরত তেল বেরিয়ে আশপাশে চলে যাওয়ার পর ঘটনাটি জানাজানি হয়।
জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার হাদিরফকির হাট এলাকায় মাটির নিচ দিয়ে যাওয়া সরকারি তেলের পাইপ লাইন কেটে তেল চুরি করে আসছিল একটা সংঘবদ্ধ চক্র। দীর্ঘদিন ধরে তেল চুরি করে আসলেও এতদিন লোকচক্ষুরে আড়ালে থাকে এই ঘটনা।
সরেজমিনে দেখা যায়, সাধারণ মানুষ কেউ কেউ এসব তেল বোতল ভরে নিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাইন বন্ধ করার চেষ্টা করছে মিরসরাই স্টেশনের ফায়ার সার্ভিসের কর্মীরা।
এছাড়া ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরসহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। তারা রহস্য উদঘাটনে কাজ করছে৷
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, এখনও কিছুই বলা সম্ভব না। আপনারা যা জেনেছেন আমরাও তা জেনেছি। তদন্ত করে সব জানা যাবে।
পূর্বকোণ/পিআর